এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঘরের মেঝেতে এক গর্ত থেকে বিশ টি গোগড়া সাপ মারলেন এক ভুক্তভোগী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঘটনা টি ঘটেছে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের অন্তর্ভুক্ত চলিতাআব্দা গ্রামে মুন্সীবাড়ী ভিংরাজ মিয়ার (৪০) ঘরে।
যোগাযোগ করা হলে ভুক্তভোগীর প্রত্যক্ষদর্শী সায়েম তালুকদার জানান,দীর্ঘদিন ধরে ভিংরাজ মিয়া (৪০)তার ঘরেতে সাপের উপদ্রবে ভুক্তভোগী হচ্ছেন। বিভিন্ন সময়ে ঘরে থাকা হাঁস,মোরগসহ বিভিন্ন পশুপাখি সাপের দংশনে মরে মেঝেতে পরে থাকে।এবং এই সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।অবশেষে সাপের নাড়াচাড়া দেখে এক গর্ত থেকে এক এক করে বিশ টি বিষধর গোগরা সাপের অনুসন্ধান পান।এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেশীয় ফিকল,লাটি দিয়ে আঘাত করে মারতে সক্ষম হোন।
ভুক্তভোগী ভিংরাজ মিয়া (৪০)জানান,তার ধারনা এই গর্তে বা আশেপাশে আরও বিষধর গোগরা সাপের অবস্থান আছে।এনিয়ে তিনি আতঙ্কে আছেন।