স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ ও মাধবপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনাগুলি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা (৪) বাড়ি সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনরা উপজেলার হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক থাকে মৃত বলে জানান।
অপর দিকে উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বনিক জানান হাসপাতালে আসার পূর্বেই শিশু দুটি মারা যায়।
এ ছাড়া হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে দেড় বছর বয়সী শিফা আক্তার নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়।