নিজস্ব প্রতিবেদক :
মাধবপুরের সুরমা চা বাগানে সঞ্চিতা সাঁওতাল (২০) কে হত্যার অভিযোগে স্বামী জয়ন্ত সাঁওতালকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মাধবপুর থানায় হত্যা মামলা রজু হয়েছে।
জানা যায়, সুরমা চা বাগানের ১০নং বিভাগের মৃত মঙ্গল সাঁওতালের পুত্র জয়ন্ত সাঁওতাল প্রায় দেড় বছর পূর্বে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের সুজন সাঁওতালের মেয়ে সঞ্চিতা সাঁওতাকে বিয়ে করে। নয় মাস হয় সিজারে তাদের জ্যোতি নামক একটি কন্যা সন্তান হয়।
এক সপ্তাহ ধরে সঞ্চিতার ছোট বোন অর্পিতা (৭) তার কাছে বেড়াতে এসেছে। অর্পিতা জানায় বৃহস্পতিবার রাতে জয়ন্ত ঘরে এসে সঞ্চিতাকে বুকে, পিটে ও পেটে লাথি কিল ঘুসি দেয়। তার পর থেকে সঞ্চিতা অসুস্থ হয়ে পড়ে।
প্রতিবেশী সুমন সাঁওতালের স্ত্রী শিল্পী জানায় জয়ন্তদের অভাবের সংসার জয়ন্ত নেশা করে প্রায়ই সঞ্চিতাকে মারধোর করতো। সঞ্চিতা খুবই ভাল ছিল। সে অসুস্থ শরীরেও বাগানের কাজ করতো। বৃহস্পতিবার রাতে জয়ন্ত তাকে নির্মম ভাবে মেরেছে। তার পর থেকে পেটে খুবই ব্যাথা হচ্ছিল। সঞ্চিতা বার বার বলেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে নতুবা সে মরে যাবে।
শুক্রবার বিকালে মাধবপুর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সঞ্চিতার লাশ বাড়ীতে নিয়ে এসে মৃত্যুর খবর কাউকে জানায়নি জয়ন্ত সাঁওতাল। রাতে পুলিশ আসায় সবাই ঘটনা জানতে পেরেছে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সঞ্চিতার স্বামী জয়ন্তকে বাড়ী থেকে আটক করা হয়েছে। সঞ্চিতার পিতা সুজন সাওতাল শনিবার সকালে মাধবপুর থানায় মামলা দায়ের করে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।