দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে।
১৫ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৪ টায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে শায়েস্তাগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় আন্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শেষে ছেলে এবং মেয়ে দুই দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের ফুটবল খেলায় চ্যাম্পিয়ন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজ মিয়া এর পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুল নাঈমের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী,শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী তুহিন,ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, মোঃ কামরুল হাসান, মামুন চৌধুরী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্রীড়াঙ্গনের সুধীজনরা উপস্থিত ছিলেন। সবশেষ বিজয়ী দল ও বিজিত দল উভয় শিক্ষার্থীদের মাঝে বিজয়ী ট্রফি তুলে দেয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রাণোচ্ছল উপস্থিতির সমাপনী ঘটে।