শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে:
হবিগঞ্জের চুনারুঘাট থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ)সৈয়দ হারুন অর রশীদ।
শাহজীবাজার বিটিসিএল মাইক্রোওয়েভ (কেপিআই)পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিকভাবে চুনারুঘাট থানা পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ও চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক ডিআইজিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।থানা পরিদর্শনকালে থানায় কর্মরত অফিসার ফোর্সদের উদ্দেশ্যে তিনি বলেন,জনমুখী পুলিশিং সেবাসহ থানায় আগত সব ধরনের সেবা প্রত্যাশীদের প্রতি ভাল ব্যবহার নিশ্চিত করতে হবে।
এছাড়াও সকল পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ডিআইজি।