স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে স্বামীর ঋণের জন্য স্ত্রী নিজের পেটে ছুরি মেরে আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চাঁনপুর গ্রামে স্বামী কুরবান আলী সঙ্গে ঋণ নিয়ে স্ত্রী তাসলিমা আক্তার(২২)এর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে স্ত্রী ছুরি দিয়ে নিজের পেটে নিজেই আঘাত করেন পরে আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিক হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উনাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
সিলেট চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সাকালে মৃত্যুবরণ করেন।
স্ত্রী তাসলিমা আক্তারের দুটি ছেলে সন্তান রয়েছে বড় ছেলে ৩ বছরের এবং ছোট ছেলে ৮ মাসের।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, স্বামী কুরবান আলীকে শশুর সুদের উপর টাকা এনে দিলে সেই টাকা পরিশোধ করতে না পারায় মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ দুদু মিয়া সত্যতা নিশ্চিত করে জানান আমি শুনতে পেরেছি কুরবান আলীর স্ত্রী নিজেই নিজের পেটে স্টেপ করেছে পরে আহত অবস্থা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন এবং আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে, এলাকায় গুঞ্জন উঠেছে কেউ বলছে নিজে নিজের পেটে ছুরি মেরেছে আবারও কেউ বলছে অন্য কেউ ছুরি মেরেছে এনিয়ে এলাকায় কানাঘুষা চলছে এটি হত্যা না আত্মহত্যা?
শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামাল মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।