এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সড়ক পরিবহন আইনে অভিযান ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সিদ্ধার্থ ভৌমিক,সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ,হবিগঞ্জ এবং চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
উপজেলা পৌরসভার উত্তর বাজারস্থ এলাকায় সড়ক পরিবহন আইন,২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘন এর দায়ে বিভিন্ন গাড়িচালককে মোট তেত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়েছে। এবং অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।