স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ চিফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজু মিয়াকে (২৪) ৩দিন পর গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বহরামপুর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বহরামপুর এলাকা থেকে ভোর রাতে তাকে আটক করা হয়।
এর আগে গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র্যাব-৯। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেন্সিডিল। সে উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার ছেলে। রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
পরে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে কৌশলে সে আদালত থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়।