স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের লেঞ্জাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী জুয়েল মিয়ার বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ও ৩শ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল শনিবার সকালে ডিবির ওসি নুরুল হক মামুনের নির্দেশে এসআই রিয়াজ উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হল, নুরুল হকের পুত্র হোসাইন মিযা (২৪), দুলাল মিয়ার পুত্র রিফাত হোসেন হৃদয় (২০) ও উবাহাটা গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৩০)।
এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।