বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর কর্মকান্ড ও কর্মদক্ষতা মূল্যায়নের নিমিত্তে বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনের অংশ হিসাবে শনিবার(৯ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ,৫ নম্বর করাবও ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা সুলতানা।
২০২২-২০২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা মূল্যায়ন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সংসলিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবগণকে তাদের ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।