স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ সাহিত্য পরিষদ আয়োজিত, বাঙালি মনন মনীষার দুই শ্রেষ্ঠ প্রতিভা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা পরিষদের মুখপত্র, সাহিত্য বিষয়ক পত্রিকা “প্রত্যয়” এর ৫১তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ।
পরিষদের সিনিয়র সহ-সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব, দিলীপ কুমার বণিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ,সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত ,
জহর চান বিবির মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন,
পরিষদের কার্যনির্বাহী সদস্য, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক গৌতম সরকার , সহকারি অধ্যাপক লতিফ হোসেন, গবেষক সায়েদুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, সদস্য লেখক সৈয়দ মশিরুল হুসাইন, পরিষদের সহ-সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃকুদ্দুস আলী মনোহর কবি অপ চৌধুরী, পদক্ষেপ পাঠাগারের সাধারণ সম্পাদক পোস্টমাস্টার লেখক এস এম মিজান, সদস্য আমজাদ হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শব্দকথা প্রকাশনের সভাপতি মনসুর আহমেদ, লেখক অনুবাদক কবি আখতারুজ্জামান সুমন, অগ্রগামী গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান,অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবদীন রাসেল, কবি আব্দুল্লাহ আবীর, কবি সৈয়দ মাহবুব জিলানী হিরণ, কবি সৈয়দ মাহমুদ জামিল, লেখক সৈয়দ রানা, লেখক মোঃ আবুল ফজল, নাট্যকার সৈয়দ রুজেন, লেখক কাজী বশির আহমেদ। নজরুলের কুলি মজুর কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের শুরু করেন লেখক হাবিবুর রহমান সুমন।
অতিথিরা বলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদ একটি প্রাচীনতম সাহিত্য সংগঠন যার ধারাবাহিকতা অদ্যাবধি নিয়মিত রেখে আসছে , বাংলার দুই দিকপাল রবীন্দ্র নজরুলের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালনে আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরা উজ্জীবিত হই। তাদের সাহিত্য সংকলন “প্রত্যয়ের” ৫১ তম প্রকাশনা এটি নির্দ্বিধায় দুঃসাধ্য, এবং জ্বলন্ত প্রমাণ, এ থেকে আমরা বুঝতে পারি তাদের ৩১ বৎসরের ধারাবাহিক সাহিত্যকর্ম, প্রকাশনা, আলোচনা সভা, মাসিক সাহিত্য আসর, বহু লেখক কবির জন্ম হয়েছে।
প্রতিষ্ঠা লগ্নে প্রখ্যাত শেকর সন্ধানী লেখকরা ছিলেন, অধ্যক্ষ সিরাজ হক, ইসলামী চিন্তাবিদ সুসাহিত্যিক গবেষক সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী (আউলিয়া মিয়া) উপন্যাসিক আব্দুর রউফ চৌধুরী, তরফদার মোহাম্মদ ইসমাঈলসহ প্রমুখ গুণী লেখকরা আমরা হবিগঞ্জ সাহিত্য পরিষদকে নিয়ে গর্ববোধ করি তাদের পথ চলা অব্যাহত থাকুক কামনা করি।