নিজস্ব প্রতিনিধি :
চেক ডিজঅনার মামলায় দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট(এটিইউ’র) সহযোগীতায় হাতিরঝিল থানা পুলিশ।তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ(৪৫)।
গত বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ১টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মীরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার হাতিরঝিল থানাপুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১টার দিকে রাজধানীর নয়াটোলা মীরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হবিগঞ্জ আদালতের এনআই এ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলী জিন্নাহকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানার ওয়ারেন্ট অফিসার এএসআই জসিম উদ্দিন জানান,তার বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে ২০১৭ সালে পরপর তিনটি চেকে ৬ লাখ টাকার এনআই এ্যাক্ট মামলা করেন ওই জেলার চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ।মামলার পর থেকে আসামী দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে ২ বছর ৩ মাস সশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা অর্থদন্ডের রায় দেন।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জিন্নাহ পাবনা জেলার আমিনপুর থানার জাতসাখিন ইউনিয়নের সিংহাসন গ্রামের মৃত মোঃ আব্দুল লতিফ মিয়ার ছেলে।আমিনপুর থানা থেকে হাতিরঝিল থানায় রিকোজিসন দেয়ায় তারা আসামীকে গ্রেফতার করে আমিনপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করেছেন বলে জানান ওয়ারেন্ট অফিসার।
আমিনপুর থানা’র এসআই মাহমুদুর রহমান ও ওয়ারেন্ট অফিসার এএসআই জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম বলেন আসামীকে আমিনপুর থানা থেকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে মামলার বাদী শেখ মোঃ হারুনুর রশিদ এন্টি টেররিজম ইউনিট(এটিইউ),পাবনার আমিনপুর থানা ও হাতিরঝিল থানাসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।