নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট হাইওয়ে রোডের দিগন্ত বাস কাউন্টারের সামনে থেকে ৩৪কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫সেপ্টেম্বর ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন-মোঃ ফুয়াদ হাসান সাকিব (২৮), মোঃ রাসেল আহমেদ (২৮) ও তাদের সহযোগী জুনায়েদ মিয়া (২০)।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁনের নির্দেশনায় সেকেন্ড অফিসার সামস্-ই তাব্রীজ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
মোঃ ফুয়াদ হাসান সাকিব উপজেলা ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ মিয়ার পুত্র,রাসেল মিয়া একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মহরম আলীর পুত্র এবং জুনায়েদ মিয়া উম্মেদ আলীর পুত্র।
ফুয়াদ হাসান সাকিব ও রাসেল মিয়ার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানার সেকেন্ড অফিসার সামস্ -ই তাব্রীজ জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান,মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ওসি আরও জানান, মাদক নির্মুলে মাধবপুর থানা পুলিশ বদ্ধপরিকর।