স্টাফ রিপোর্টার ॥
শায়েস্তাগঞ্জে রেলে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের অদূরে স্বপ্নচূড়া পার্কের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটগামী কালনী ট্রেন আসার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখাকালে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪৫ বছরের বেশি। পরনে কাপড় ছিলো।