বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে যানজট নিরসনে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রেখে গণ-উপদ্রব সৃষ্টি বন্ধে চলমান ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বুল্লাবাজার সহ বিভিন্ন হাটবাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এদিন দুপুর বেলা উপজেলার বুল্লাবাজার এ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়।অভিযানকালে ৫ টি যানবাহনকে অবৈধ পার্কিং ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২ হাজার ২ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের উপ-পরিদর্শক ( এস,আই) জহির আলী সহ পুলিশ সদস্যরা।