বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথির স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান ফারুক।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি শামছুল ইসলাম সুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ শিব্বির আহমদ, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, এটিএম আব্বাস, শফিকুল ইসলাম শফিক প্রমুখসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।