মাধবপুর থেকে॥ হবিগঞ্জের মাধবপুরে নয়াহাটি -মনতলা এলজিইডির রাস্তার চলাচলকারী গাড়ী মালিক ও যাত্রীদের একটাই কথা কত দিনে হবে শেষ এই ভোগান্তির অবসান। দুই ঘন্টার পথ পাড়ি দিতে হাতে নিতে হয় কমপক্ষে ৩ ঘন্টা। কোথাও যদি ভাঙ্গা রাস্তায় জ্যাম লাগে তাহলেতো চরম ভোগান্তিতে পড়তে হয়। এক ঠিকাদার প্রতিষ্ঠান নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ জোড়া তালি দিয়ে শুরু করেছে। কবে নাগাদ শেষ হবে জনমনে প্রশ্ন! প্রায় কয়েক মাস ধরে চলছে নয়াহাটি হইতে মনতলা পর্যন্ত এলজিইডির উন্নতিকরণ কাজ। এত সময়েও কাজের তেমন অগ্রগতি না হওয়ায় যানবাহন চলাচলে ব্যাপক বিঘেœর সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন চরম দূর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার যাত্রী। সিমনাছড়া নদীর উপর একটি বিশাল পাকা ব্রীজটি ফাটল দেখা দিয়েছে। এমনকি এক ফুট নিচ দিকে ঝুলে গেছে। প্রভাবশালী ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন স্বল্প থাকার কারণে কাজের অগ্রগতি নেই। নয়াহাটি হইতে মনতলা তেমুনিয়া পর্যন্ত রাস্তার বেশির ভাগই খানাখন্দে ভরপুর। অপর দিকে ঠিকাদারদের ইচ্ছে মতো রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার ফলেও যানবাহন চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। জানা যায়, প্রভাবশালী ঠিকাদার প্রতিষ্ঠানটি আধিপত্য বিস্তার করে নিম্ন মানের সামগ্রী ও অনিয়মের কারণে রাস্তার কাজ বন্ধ ছিল। সম্প্রতি কালে ঠিকারদার প্রতিষ্ঠানটি অসমাপ্ত কাজ সমাপ্তকরণের কাজ হাতে নিয়েছে। কাজ শুরু হলেও তেমন অগ্রগতি নেই। এলজিইডি রাস্তাটি জন গুরুত্বপূর্ন হওয়ায় অনতিবিলম্বে অসমাপ্ত কাজ সমাপ্তকরণের জন্য এলাকার সচেতনমহল উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।