বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় লাখাই থানার অদূরে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ৯টার সময় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সুমন সুত্রধর( ২৮) ও ইব্রাহিম মিয়া (৩০) সহ ৫ জন সিএনজি যাত্রী আহত হয়েছে।
অন্য আহতদের হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। আহত ইব্রাহিম ও সুমন সুত্রধর কে বামৈ হাসপাতালে নেয়ার পর ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদরে প্রেরন করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন বামৈ হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল ৯ টায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ (দিগন্ত) বাস (সিলেট জ – ১১-০৮৫৩ ও হবিগঞ্জ গামী সিএনজি( (হবিগঞ্জ থ ১১- ৬১০১) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে গাড়ী দুটি আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনার খবর পেয়ে গাড়ী দুইটি আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি,তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।