বিশেষ প্রতিনিধি :
গত ২৮শে আগষ্ট আমেরিকা নিউইয়র্ক জ্যাকসন হাইটস্ নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক্ এর উদ্যোগে সমিতির প্রতিষ্ঠা লগ্ন হইতে এখন পর্যন্ত যাহারা বিশেষ অবদান রেখেছেন সেই সমস্ত গুণীজনদের জন্য সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্রে প্রথম সংগঠক হিসাবে মোট ১৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এর মধ্যে ৩ জন পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে উপস্থিত থেকে স্মারক গ্রহণ করতে পারেননি।
সম্মাননা স্মারক গ্রহণকারী সম্মানিত ব্যক্তিবৃন্দ হচ্ছেন সর্বজনাব ১) মোঃ কাসেম আলী (৮২) বীর মুক্তিযুদ্ধা ও রাজনীতিবিদ গ্রামঃ রিচি, হবিগন্জ সদর, সমিতির আজীবন উপদেষ্টা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।২) মুহিবুর রহমান বারোভুঁইয়া (৮৯) বিশিষ্ট ব্যবসায়ী(হবিগন্জ শহর, হবিগন্জ) ৩) জকি উদ্দিন চৌধুরী (৬৭) বিশিষ্ট সমাজসেবক) গ্রামঃ পিইয়িম, মাধবপুর, ৪) মুখলেছ মুন্তাসির, ৬৭ গ্রামঃ সাতপাড়িয়া, বাহুবল বিশিষ্ট ব্যংকার, সমিতির প্রতিষ্টাতা সদস্য ও ৩ বারের সভাপতি, ৫) মোঃ সামসুজ্জামান (সুল্লুক মিয়া) গ্রামঃ শ্রীমতপুর, নবীগন্জ, সমিতির ৩ বারের সভাপতি। ৬)সৈয়দ আব্দুল ওয়াহেদ ৭৭ গ্রামঃ পৈল সাহেব বাড়ি, হবিগঞ্জ সদর তিনি ১৯৮৮ সালে আমেরিকা আসেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান উপদেষ্টা ৭) মেঃ মোয়াজ্জেম হোসেন ৬৫ (সাজু) গ্রামঃ পাথারিয়া, নবীগঞ্জ।
সমিতির জন্ম লগ্ন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ৮) আব্দুল বাছির খান ৭৪ গ্রামঃ করিমপুর, নবীগন্জ। সমিতির প্রতিষ্ঠাতা সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ৯) মোজাম্মেল হক লস্কর ৬৭ গ্রামঃ গোজাখাইর, নবীগন্জ। সমিতির প্রতিষ্ঠাতা সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১০) মোঃ আলাউদ্দিন গ্রামঃ পাথারিয়া, নবীগন্জ। সমিতির প্রতিষ্ঠাতা সদস্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, ১১) সফিক চৌধুরী ৭০ গ্রামঃ ভাদেশ্বর, বাহুবল। তিনি শুরু থেকে হবিগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট ছিলেন। ১২) মীর আব্দুল লতিফ ৮৪ মুসলিম কোয়ার্টার, হবিগঞ্জ। তিনি ১৯৯০ সালে আমেরিকা আসেন সমিতির উপদেষ্টা হিসাবে আজীবন কাজ করে যাচ্ছেন। ১৩) আব্দুল বারী ৭৫ বীর মুক্তিযুদ্ধা এবং শুরু থেকেই সমিতির সংগে সক্রিয় আছেন, গ্রামঃ সুন্দলপুর, হবিগঞ্জ।১৫) এডভোকেট মোঃ ইসমাইল হোসেন হবিগঞ্জ জেলাবাসীর জন্য নিবেদিত কর্মী হিসাবে “বিশেষ সম্মাননা”প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মোঃ আমীর ফারুক তালুকদার এবং পরিচালনা করেন কাজী সাব্বির আহমেদ এবং তাহাকে সহযোগিতা করেন সমিতি সম্পাদক মোঃ সামছুল ইসলাম, সৈয়দ এম নোমান।
সভার শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন, তারপর কাজী সাব্বির আহমেদ গুনীজনদের পরিচিতি ও অবদানের প্রতিবেদন তুলে ধরেন।পরবর্তীতে আমাদের গুনীজনেরা তাহাদের অভিজ্ঞতা ও অবদানের কথা উল্লেখ করে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় আরো বক্তব্য প্রদান করেন নাজিম উদ্দিন, সমিতির সাবেক সম্পাদক আশিকুর রহমান, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অসীম চৌধুরী, নাজিম উদ্দিন, রায়হান, শংকর বণিক প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন ইকবাল আনসারী, কামরুল ইসলাম, আজিজ মিয়া, কাউসার মিয়া, নাসির মিয়া, সৈয়দ ওহী উদ্দিন, ফরহাদ আমিনুজ্জামান, রাশেদুল হক, মুশফিকুর রহমান, আবেদ মিয়া, কামরুন্নাহার, আঃ বাছিত খান, আশফাকুর রহমান, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম উজ্জল, সোহেল চৌধুরী, বাচ্চু মিয়া কাইয়ুম মিয়া প্রমুখ।
সংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের আপ্যায়ন মধ্য দিয়ে “সম্মাননা স্মারক” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।