এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সেচ্ছাসেবী রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চৌধুরী মোহাম্মদ জিন্নাহ’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান সাহেব।
“হাসিমুখে রক্তদান,হাসবে রোগী বাঁচবে প্রাণ” স্লোগান কে সামনে রেখে চুনারুঘাট ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে উক্ত সেচ্ছাসেবী রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান ২০২৩ আয়োজনের উক্ত আলোচনা সভা ও চুনারুঘাট ব্লাড ফাউন্ডেশন দ্বিতীয় প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেচ্চায় নিয়মিত রক্তদাতাদের মিলনমেলা হয়ে উঠে।কোনআন থেকে তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রক্তদাতাদের অনুভূতি শেষে বক্তব্য রাখেন অতিথিগণ।
এতে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান সাহেব সংক্ষিপ্ত বক্তব্য নিজের যৌবনে রক্ত দেয়া অনুভূতি প্রকাশ করে সবসময় মানবিক কাজে পাশে থাকার প্রত্যয় প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন শতাধিক রক্তদাতাসহ সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।