স্টাফ রিপোর্টার:-
শব্দকথা প্রকাশনের সাহিত্য ম্যাগাজিন শিল্প সাহিত্য সংস্কৃতি’র ছোটোকাগজ ত্রৈমাসিক শব্দকথা বর্ষা সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেটের জিন্দাবাজারস্থ নির্বাচিত বুক শপে শব্দকথা’র প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েসের সভাপতিত্বে ও কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও শব্দকথা’র সহ-সম্পাদক কবি রাজেশ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক পাণ্ডব চন্দ্র মজুমদার, প্রাবন্ধিক আব্দুল হক, সিলেট বেতারের তালিকাভুক্ত গীতিকার ও কবি শফিকুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী সুরঞ্জিত তালুকদার, কবি জয় জাহাজী, সংস্কৃতি কর্মী লিটন লিটু ও রাজর্ষি দাশ রচি প্রমুখ।
আলোচকগণ বলেন, “আকাশ সংস্কৃতি ও ফেসবুক সংস্কৃতির কারণে তরুণ প্রজন্ম বাংলা সাহিত্য সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। সাহিত্যের ছোটোকাগজের সাথে তাদেরকে সংপৃক্ত করতে হবে। সাহিত্য পাঠ ও লেখালিখির বিষয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ক্লাসে শিক্ষকদের আলোচনা রাখতে হবে। আর শব্দকথা পরিবার যেন তাদের প্রকাশনা নিয়মিত চালিয়ে যেতে পারেন, সেই সহযোগিতা করা আমাদের জরুরী মনে করি।”