লাখাই প্রতিনিধি :
লাখাই উপজেলার ভুমাপুর গ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে ৯ জন।দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় উপজেলার বুল্লা ইউনিয়নের ভুমাপুর গ্রামের পলাশ মিয়া ও আব্দুর রউফ মিয়ার মাঝে একটি বিলে দখল নিয়ে বিরুধ চলে আসছিল এরই জের ধরে মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সংঘর্ষে উভায় পক্ষের ৯ জন আহত হয়েছে মর্মে সুত্র জানায়।
এ সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) ফারুক খন্দকার, জালাল আহমেদ, শাহানুর ইসলাম সহ একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। সুত্র আরো জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক ( এস আই) ফারুক খন্দকার জানান আমি এখনও ঘটনা স্থলে আছি, তবে উভয় পক্ষের মাঝে কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।