এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ এর
পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা’র সঞ্চালনায় উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা -২০২৩ পালন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রতিযোগীতা শেষে উপজেলায় পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
এতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা শিক্ষা পরিবারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টায় কাজ করে যাচ্ছেন।এতে শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে বিজয়ীর পাশাপাশি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও কারিগরি শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হোন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী,কর্মকর্তা কর্মচারীগণ।