স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ থেকে রাজন মিয়া (২০) এক যুবককে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় নতুনব্রীজের দুরন্ত কাউন্টেরর সামনে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এস আই মনিরুল ইসলাম, এএস আই বাবুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেফতার করে।
সে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার জিলুকদাপাড়ার মৃত সিদ্দিক আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।