শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ঘর নির্মাণের জন্য এক নারী কে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, হবিগঞ্জ জেলা প্রবাসী সামাজিক সংগঠনের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ -দেউন্দি রোড সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুস ছালাম।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বড়চর গ্রামের মৃত করিম মিয়ার স্ত্রী রোকেয়া বেগম দীর্ঘদিন যাবত ঝুপড়ী ঘরে সন্তানসহ কষ্টে জীবন যাপন করছিলেন।
বিষয়টি হবিগঞ্জ জেলা প্রবাসী সামাজিক সংগঠনের চেয়ারম্যান জামাল আহমেদ রুমির নজরে আসলে তারা সংগঠনের পক্ষ থেকে ওই মহিলা কে ঘর নির্মানের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন।