নিজস্ব প্রতিনিধি :
আশা মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ৪ দফা দাবীতে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করেছে।
তাদের দাবী গুলো হলোঃ-
১. ইন্টার্ণশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে।
২. এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে।
৩. কর্ম সংস্থান সৃজন করে দ্রুত নিয়োগ দিতে হবে।
৪. বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে।
কর্মসূচীতে জেলা নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, শফিকুজ্জামান রকিব, রিপন মাহমুদ, জহিরুল ইসলাম জহির সুজন আহমেদ , শাকিল আহমেদ সহ আন্দোলন’রত ছাত্রছাত্রী।