বানিয়াচঙ্গ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা সদরের এড়ালিয়াপাড়া গ্রামের হাজী সামছুদ্দিন হত্যা মামলার বাদী এবং তার আত্মীয়-স্বজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
হবিগঞ্জ প্রেসক্লাবে বুধবার বিকেলে নিহত হাজী সামছুউদ্দিনের স্ত্রী ও মামলার বাদী মোছাম্মাত রাহেনা আক্তার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মামলার বাদী রাহেনা আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সামছুউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম পলাশ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, একই গ্রামের মিনহাজ উদ্দিন খান লেচু, বদু গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
এ বিরোধের জের ধরে ১৮ এপ্রিল সকালে মামলার বাদী রাহেনা আক্তারের স্বামী সামছুদ্দিন ও তার দেবর গউছ মিয়া বাড়ি থেকে গানিয়াগঞ্জ বাজারে যাওয়ার পথে মামলার ৫নং আসামি বদু মিয়ার বাড়ির পূর্ব অংশের চলাচলের রাস্তার কাছে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে মিনহাজ উদ্দিন খান লেচু, বদু মিয়াসহ অন্য আসামিরা তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।
ঘটনাস্থলে সামছুদ্দিন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় গউছ মিয়াকে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তী সময়ে গউছ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
১৯ এপ্রিল ওই ঘটনায় মিনহাজ উদ্দিন খান লেচুকে প্রধান আসামি করে এবং ১৯ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মোছাম্মাত রাহেনা আক্তার।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামলা দায়েরের পর আসামি বদু মিয়া, আব্দুল ওয়াদুদ ও মোস্তাক আহমেদকে পুলিশ গ্রেফতার করে। এরপর আসামিরা নিজেদের বাঁচাতে ও মামলা থেকে রক্ষা পেতে নিজেদের লোক দিয়ে নিজেদের ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল অন্যত্র সরিয়ে বাদীর পরিবারের উপর একাধিক মামলা দায়ের করে।
এ ছাড়া তারা আরও বিভিন্ন ষড়যন্ত্রের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসামি মোস্তাক আহম্মেদ বাদী হয়ে নিহতের ছেলে বানিয়াচঙ্গ দারুল কোরআন মাদ্রসার নবম শ্রেণীর ছাত্র রফিকুল ইসলাম পলাশ, মামলার বাদীসহ ৩৮ জনকে আসামি করে আদালতে একটি লুটপাটের মামলা দায়ের করা হয়।
সর্বশেষ ২৪ জুন সামছুদ্দিন হত্যার মামলার ৮নং আসামি খালেদ মিয়া বাদী হয়ে আদালতে ৫৩ জনকে আসামি করে আরেকটি লুটপাটের মামলা দায়ের করে।
লিখিত অভিযোগে মামলার বাদী উল্লেখ করেন, আসামিরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এমনকি তার স্বামী সামছুদ্দিন হত্যা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আসামিদের দায়ের করা মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে এফআইআরভুক্ত করার দাবি জানিয়ে এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রশাসনে সুদৃষ্টি কামনা করেন মোছাম্মাত রাহেনা আক্তার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সামছুদ্দিনের মা রওশন আরা আক্তার, বোন সখিনা বেগম প্রমুখ।