শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের কারনে ৩ ব্যবসা প্রতিষ্টান ও এক গাড়ি চালক কে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৭ আগষ্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাজরাতুন নাঈম ও সিলেট বিএসটিআই পরিদর্শক শরিফুল ইসলাম উপজেলা র বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালানা করেন।
এসময় ড্রাইভার বাজারের মাংস বিক্রেতা মোঃ মুখলিছ মিয়াকে ওজনে কম দেয়ার অপরাধে ১০ হাজার টাকা, একই বাজারের বেকারি ব্যবসায়ী গোলাম মোস্তফা কে লাইসেন্স, নোংরা পরিবেশ ও পন্যের গায়ে উৎপাদন, মেয়াদউর্ত্তীনের ডেইট না থাকার অপরাধে ১৫ হাজার টাকা, হাসপাতাল সড়কের জান্নাত আইসক্রিম ফ্যাক্টরী কে ৫ হাজার ও শহরের প্রধান সড়কে ট্রাক দাড় করিয়ে মালমাল আনলোড করার অপরাধে ট্রাকের চালক মাসুদউজ্জামান মাসুদ কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।