রুবেল মিয়া,মাধবপুর থেকে :
হবিগঞ্জ জেলার নবাগত প্রশাসক দেবি চন্দ
মাধবপুরের মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃত্ববৃন্দের সাথে মত বিনিময় করেন।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এ সভায় অনুষ্ঠিত হয়। পরিবেশ দূষন, উর্বর কৃষি জমি রক্ষা, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষনসহ মাধবপুরকে সুন্দর রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, ওসি রকিবুল ইসলাম খাঁন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, ইউ/পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, ফারুখ আহমেদ পারুল, মীর খুরশেদ আলম, মোঃ মাসুদ খান, মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাংবাদিক আয়ুব খাঁন প্রমুখ।