প্রেস বিজ্ঞপ্তি :
মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মোঃসাবু মিয়ার ছেলে মাধবপুর পৌর সভার সবুজভাগ মদিনাগলি হাফিজিয়া মাদ্রার ছাত্র মোঃতাকবির হোসেন(১৩)কে গত শনিবার সকাল ১১ থেকে পাওয়া যাচ্ছেনা। তার গায়ের রং ফর্সা উচ্চতা আনুমানিক ৪ফুট।
তার বাবা জানান, আত্বীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজ খবর নিয়ে এখন পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবার। কেউ যদি তার সন্ধান পান ০১৭৬৪৫৫৬৮৪৯ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষে অনুরোধে করা হয়েছে।
শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোঃ তাকবির হোসেন মাদ্রাসায় যায়।কিছুক্ষন পর সে মাদ্রাসা থেকে বের হয়ে আসে। এর পর আর বাড়ি ফেরেনি।