মোঃ আব্দুল কাদির,শায়েস্তাগঞ্জ থেকেঃ
শায়েস্তাগঞ্জে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১২ই আগস্ট শনিবার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে “সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুন সোপান” এই স্লোগানকে সামনে রেখে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ শায়েস্তাগঞ্জ উপজেলা জোনে সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাহাব উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নুরুল হক কুদরতী, দ্বিমুড়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক নুরুল আলম সিরাজী, শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ মাওলানা আব্দুল কাদির, সংসদের কেন্দ্রীয় কমিটির নিবার্হী কাউছার আহমেদ রুবেল, বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক সৈয়দ মুহাম্মদ আলী বশনী, মোঃ জালাল উদ্দিন, আব্দুস ছমেদ, জুবায়ের আহমেদ রেজা, তরুণ বিজ্ঞানী মোশাহিদ মজুমদার, হাফেজ মামুন পারভেজ, সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ বিন আমিন আজমল।
শায়েস্তাগঞ্জ উপজেলা জোন থেকে ২০২২ ইং সালের বৃত্তি পরীক্ষায় ৬১টি জন শিক্ষাথর্ীর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল, ১৪ জন এ গ্রেড, ৪৪ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হওয়ায় নেতৃবৃন্দগণ তাদের হাতে সনদ ও পুরস্কার বিতরণ করেন।