মাধবপুর প্রতিনিধি :
মাধবপুর উপজেলা চেয়ারম্যান,শিক্ষানুরাগী এস,এফ,এ, এম শাহজাহান বলেছেন মাধবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত ও পরিবারের পক্ষে অতীতের মত সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি ১২ আগষ্ট শনিবার সকালে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও এলাকাবাসী উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টি ২০১২সালে শেষ দিকে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা করে আসছেন সৈয়দ মোঃ শাহজাহান।৬আগষ্ট বিদ্যালয়টি পাঠদানে অনুমতি পায়। বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ উপলক্ষে আলোচনা ও মত বিনিময় আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য মোঃনওশাদ এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন , জে,সি হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আসগর আলী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে এম সাদেক বিল্লাহ ,সহিদুল ইসলাম বাবু, ইউপি সদস্য আব্দুর রউফ,জসিম উদ্দিন,শফিকুর রহমান প্রমূখ।
বক্তরা ও এলাকাবাসী এক্তিয়ারপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।