চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাটের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রক্তদাতা ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইমরান আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো:এমরানুল হক সোহাগ এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, রানিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রোমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল মুকিত, শিরিন আক্তার সুনিয়া।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানের ৫১টি সেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। পরে চুনারুঘাটের রক্তের বন্ধন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইমরান আহমেদ জানান, সামাজিক সংগঠন রক্তের বন্ধন চুনারুঘাট দীর্ঘ ৪বছর যাবৎ অসহায় মুমূর্ষ সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে রক্ত দিয়ে আসছে। এ যাবৎ সারাদেশে প্রায় ২ হাজার ৫০০ জন রোগীকে সেচ্ছায় রক্তদান করা হয়।
এছাড়াও বিভিন্ন সময়ে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও অসচ্ছল রোগীদরে মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।