এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল।
বুধবার (৯ আগষ্ট) সকালে পৌরসভার ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে তেলিউত্তা সড়কে সত্তর লক্ষ টাকা ব্যায়ে উক্ত রাস্তা ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র সাইফুল আলম রুবেল। এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরজু মিয়া,কাউন্সিলর মারুফ আহমেদ ও পৌর প্রকৌশলী আবু ওবায়েদ সহ স্থানীয় বাসিন্দা গণ।
পৌরসভার উদ্দ্যোগ ও বাস্তবায়নে আই ইউ আইডিপি আওতায় সত্তর লক্ষ টাকা ব্যয়ে উক্ত সড়কের ঢালাই কাজের উদ্বোধন করেন বলে নিশ্চিত করেন প্রকৌশলী আবু ওবায়েদ।এতে পৌরসভাস্থ প্রায় ৩টি ওয়ার্ডের প্রায় লক্ষ জনগণ উপকৃত হবে।এর আগে প্রায়ই অল্প বৃষ্টিতে রাস্তা টি তলিয়ে যেতো পাশাপাশি গর্ত আর নর্দমায় ভুক্তভোগী হয়েছেন সবাই।তাই দীর্ঘদিন পরে হলেও অসহ্য ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি পৌর বাসিন্দা গণ।