হবিগঞ্জ প্রতিনিধি ॥
জাতির পিতার জীবন সংগ্রাম, স্বাধীকার থেকে স্বাধীনতার সংগ্রাম, এই সমুদয় সংগ্রামে মঙ্গমাতা ছিলেন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা। সংকটে সংগ্রামে পেছন থেকে তিনি বঙ্গবন্ধুকে প্রেরণা ও শক্তি দিয়েছেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে জাতির পিতার নানা সংগ্রামে বঙ্গমাতার ত্যাগ-তীতিক্ষা ও প্রেরণার উদাহরণ তুলে ধরেন।
আলোচনা সভা শেষে ৮৫ জন নারীকে সেলাই মেশিন, ১২০ জন শিক্ষার্থীকে ১২ হাজার করে টাকা করে এবং ৭৫ জন অস্বচ্ছল নারীর হাতে ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেবী চন্দ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নূরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী প্রমুখ।
এর আগে সকালে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে এমপি আবু জাহির, জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।