স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক কামাল,প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার,সাংবাদিক জালাল উদ্দীন রুমি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বক্তারা বলেন, বাঙালির প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও অর্জনের প্রেরণা ছিলেন বঙ্গমাতা। ‘সংগ্রাম -স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ শীর্ষক আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা,রাজনীবিদ,শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।