আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
(৬ আগষ্ট) রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার ধানমন্ডি ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এর আগে চলতি বছরের ২৪ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলার সাটিয়াজুরী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম জানান, আজ (সোমবার) বাদ যোহর জামসেদুর রহমানের মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ায় দাফন করা হবে।
তার মৃত্যুর খবর শুনে চুনারুঘাটের শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে।কালিশিরী সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান,প্রধান শিক্ষক বদরুল আলম,জালাল উদ্দিন, আঃ হাই,এনামুল হক সহ অনেক শিক্ষক মন্ডলী তাদের ফেসবুকে পোষ্ট করে দুঃখ ও সমবেদনা জানিয়েছেন।