চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ মিরপুর রোডে কয়েকজন লোক যাত্রীবেশে সিএনজিটিকে ভাড়া করে নিয়ে যায়। পথিমধ্যে রাত ৯টার দিকে নালমুখ থেকে ২ জন যাত্রী ছদ্দবেশে সুন্দুল পুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওয়ানা দেয়।
পথিমধ্যে সুন্দুরপুর অতিক্রমকালে কালাপুর মাজারের পার্শ্ববর্তী পুর্বদিকে চালককে যেতে বলে। চালক তাদের কথামত যাওয়ার পর চোখে মুখোশপড়া অবস্থায় ২ জন লোক সিএনজিটিকে গতিরোধ করে আটকিয়ে ফেলে।
পরে মুখোশপড়া ব্যক্তিরা ড্রাইভারকে বেদম প্রহার করে আহত করে তাকে পার্শ্ববর্তী ঝিঙ্গা বাগানে হাত মুখ বেধে ফেলে রাখে এবং অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিটিকে ছিনতাই করে নিয়ে যায়। এমতাবস্থায় রাতে তারাবীর নামাজ শেষে স্থানীয় লোকজন ঐ রাস্তা দিয়ে মাছ ধরার উদ্দেশে ঐদিকে যাওয়ার পর সিএনজি চালক সেলিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করে।
সে উপজেলার মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামের সৈয়দ হোসেনের পুত্র। সিএনজির মালিক একই গ্রামের আব্বাস মিয়া। সিএনজি নং হবিগঞ্জ-থ ১১-৫৩৫৫। এ ব্যাপারে যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে।