শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
হবিগঞ্জের বানিয়াচংয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকাল সাড়ে ১০টায় পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক,
বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, আব্দুল মালিক, বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেখে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ করা হয়।