স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট সংগঠক, বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে ।
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ভবনে
শনিবার কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিসাব বিজ্ঞানের প্রভাষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিমরান আক্তার, শর্মি আক্তার।
বক্তব্য রাখেন কলেজ জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক তহুরা বেগম, প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক সুবর্না সাহা।
বক্তারা বলেন,দেশের মুক্তিযুদ্ধ, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক জগতসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখেন বহুমুখী প্রতিভাবান শেখ কামাল। অনুষ্ঠানে ১৫ আগস্টের শহিদদের মাগফেরাত কামনা করা হয়।