এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট :
চুনারুঘাট উপজেলায় মাতৃ দুগ্ধপান সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (৩ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে সকল এমবিবিএস ডাক্তার গণ,কমিউনিটি ক্লিনিক হ্যালথ প্রোভাইডার সহ নার্স কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাতৃ দুগ্ধপান সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। এদিন ছিল প্রথম দিন। উপজেলার প্রতিটি ব্লক, গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস কেন্দ্রে এই কর্মসূচি চলবে সংশ্লিষ্ট সিডিপিওরা এর ব্যবস্থা করবেন এটা দপ্তরের নির্দেশ। শিশুর জন্মের পর ছয় মাস পর্যন্ত কেবলমাত্র মাতৃ দুগ্ধপান করেন। মাতৃ দুগ্ধের বিকল্প নেই আর বিকল্পও তৈরি হয়নি।এই কর্মসূচির আওতায় এদিন একটি ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রতিটি ব্লকে এই ট্যাবলো ঘুরে ঘুরে প্রচার চালাবে।এসময় বিশেষ কাজগুলো আগামী দিনে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে জানানো হয় ।