নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মোহাম্মদ ছাইদুর রহমান নামে পথচারীর মৃত্যু হয়েছে। সে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা টিলা গ্রামের মোঃ আহাম্মদ আলীর ছেলে।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার অলিপুর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাদশা মিয়া বলেন, ‘ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলগেট এলাকায় পৌঁছে। এ সময় এক পথচারী ট্রেনের নিচে পড়লে তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ স্টেশনে নিয়ে যায় পুলিশ।
এদিকে, তাৎক্ষনিক খবর পেয়ে পিবিআই হবিগঞ্জ এর এস আই অভিজিৎ পালের নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়িতে পৌছে অজ্ঞাতনামা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করেন।