ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি :
স্কটিশ পার্লামেন্টকে বাংলার আলোয় আলোকিত করে গড়ে তোলেছেন, যিনি তিনি হলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত এমএসপি নির্বাচিত ফয়ছল আহমেদ চৌধুরী এমবিই।
স্কটল্যান্ডের পালার্মেন্টে প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভূত এমপি নিবার্চিত হওয়ায় ফয়সল চৌধুরী ‘কে বৃটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম‘র পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় ফয়ছর চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেন আব্দুল্লাহ কুইলিয়াম সোসাইটির নেতৃবৃন্দরা।
ভিক্টরিয়ান যুগের এই মসজিদটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এরকম একটি প্রাচীন মসজিদে হাজারো মুসল্লিদের সাথে নামাজ পড়তে পেরেও এমপি ফয়সল চৌধুরী খুব আনন্দিত হয়ে উঠছেন।
আব্দুল্লাহ কুইলিয়াম সোসাইটি সি.ই.ও মুনিম খঁান এর প্রাণবন্ত উপস্থাপনায় এবং সোসাইটির সভাপতি গালিব খাঁনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান, কাউন্সিলার নাজমুল হাসান, মুজাহিদ খাঁন, শেখ ছুরত মিয়া আছাব,কয়ছর মিয়া, সৈয়দ বেলাল আহমেদ, আজগর আলী, খায়রুল ইসলাম, আবুল হাসেম ভুইয়া কামাল, সিপার মিয়া, আলতাব সাঈদ প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিভারপুর বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম, সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদি, সহ সভাপতি কবি সবুর হোসেন, ম.আজাদ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার গুণিজনেরা।
সভায় এমপি ফয়সল চৌধুরী এমবিই এর কর্মময় জীবনে উপর আলোচনা করা হয়।
প্রতিভাদীপ্ত এই মানুষটির কারণেই মূলত: বৃটিশ বাঙালি নতুন প্রজম্নদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আর তাঁর দেখানো পথ ধরেই আগামীতে হাঁটবে আমাদের এই প্রজম্ন এমনটা প্রত্যাশা করছেন কমিউনিটির গুণিজনেরা।
উলেখ্য যে এম পি ফয়সল চৌধুরী তাঁর গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়েনের বদরদি গ্রামে। তাঁর পিতা ছিলেন আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরী আর মাতা রোকেয়া রব্বানী চৌধুরী। দুই ভাই আর পাঁচ বোনের মধ্যে সবচেয়ে বড় হলেন তিনি।
ফয়ছল চৌধুরী এমবিই এর শৈশবকাল কেটেছে হবিগঞ্জ শহরে। তিনি হবিগঞ্জ শহরের রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী শিক্ষা জীবন শেষে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সাথে বিলেত পাড়ি জমান।
সেই থেকে বিলেতের মাটিতে তাঁর শিক্ষা জীবন শুরু হয়।
অনুষ্টান শেষে এম পি ফয়সল চৌধুরী এম বি ই এর হাতে আব্দুল্লাহ কুইলিয়ার এর কর্মময় জীবনের উপর লেখা বই ও উপহার সামগ্র তোলে দেন আব্দুল্লাহ কুইলিয়াম সোসাইটির নেতৃবৃন্দরা।
সভায় লিভারপুল,উইরাল,ম্যানচেষ্টার, নর্থওয়েলস সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।