চুনারুঘাট প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছেন দৈনিক খোলা কাগজ ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় চুনারুঘাট প্রতিনিধি-কারানির্যাতিত ত্যাগী সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।
(৩০ জুলাই) রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র যুগপুর্তি উদযাপনে সারাদেশের নির্যাতিত ও ত্যাগী ত্রিশ জন সাংবাদিক কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার।সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ২০০৩ইং থেকে দীর্ঘ ২০ বছর ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।২০১০ ইং সনে সড়ক ও জনপদ বিভাগের ২০ কোটি টাকা ভাগভাটোয়ারা’র সংবাদ প্রকাশ করে মিথ্যা হত্যা মামলায় ৪ বছর পলাতক ছিলেন।বিজ্ঞ আদালত মামলা থেকে থাকে বেখসুর খালাস প্রদান করেন।মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ২০১৮ সালের ১৪ এপ্রিল তার বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।
২০২০ সালে তৎকালিন ইউএনও এর বিরুদ্ধে পুকুর চুরির সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ৮ দিন কারাবরণ করেন।সম্প্রতি ২৯ জুন ঈদুল আযহার আগেরদিন মধ্যরাতে থাকে বাড়ি থেকে তুলে এনে মিথ্যা চাঁদাবাজী’র মামলা দিয়ে গ্রেফতার করলে ৫দিন কারাবরণ করেন।