রুবেল মিয়া, মাধবপুর থেকে :
শিক্ষা নয়, সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের মুল্যবোধ মনের ভেতর ধারন করতে হবে। শিক্ষার দ্বারাই আলোকিত সমাজ গড়া সম্ভব। আলোকিত সমাজ গড়তে শিক্ষার বিকল্প নেই।
রবিবার ৩০ জুলাই, হবিগঞ্জের মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্র এর সভাপতিত্বে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়, প্রভাষক নজরুল ইসলাম, আন্দিউড়ার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান , শিক্ষার্থী উর্মি পাল প্রমুখ।