বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ জুলাই) লাখাই উপজেলার কালাউক সদরের হেলিপ্যাড মাঠে বিকাল সাড়ে ৩টা থেকে এই ফুটবল টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে হরিণাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম মারুগাছ প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের ফুটবল খেলায় মারুগাছ সপ্রাবি কে ৩- ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হরিনাকোনা সপ্রাবি ।
পরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলায় সিংহগ্রাম সপ্রাবি বনাম বামৈ সপ্রাবির মধ্যে অনুষ্টিত খেলায় বামৈ সপ্রাবিকে ২- ০ গোলে পরাজিত করে সিংহগ্রাম সপ্রাবি চ্যাম্পিয়নশীপ অর্জন করে। এ খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম কামরুজ্জামান , প্রনয়কান্তি মালদার, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন।
পরিশেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সহ অতিথিবৃন্দ।