শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
সভায় সিদ্ধান্ত হয়, রাস্তা-ঘাটে কেউ বখাটেপনা করলে প্রশাসনকে অবহিত করা, আন্দোলন সংগ্রামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা, মাদকসেবী ও ব্যবসায়ীদের দমনসহ বিনোদনের জন্য লক্ষীবাওর জলাবনে নির্মিত রেষ্ট হাউজ শীঘ্রই নিলাম দিয়ে পর্যটকদের নানাবিধ সুবিধা নিশ্চত করা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মঞ্জু কুমার দাশ, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল আহাদ মিয়া, আরফান উদ্দিন, এরশাদ আলী, নাসির চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়,
সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন ও হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল প্রমুখ।