চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র আশুরা উপলক্ষে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল হইতে এক বিশাল তাজিয়া মিছিল বের হয়।
তাজিয়া মিছিলটি কাজিরখীল বাজার এ কাজী শামসুদ্দিন (রঃ) মাজার হয়ে মুড়ারবন্দ দরবার শরীফ সৈয়দ কুতুবুল আউলিয়া (রঃ) এর মাজার শরীফে এসে শেষ হয়।
জারী মরছিয়া ও তাবারুক বিতরণের সাথে সম্পন্ন হয় এবারের পবিত্র আশুরা মোবারক। উক্ত তাজিয়া মিছিলটি সভাপতিত্ব করেন আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ (শফি) চিশতী ও সহ-সভাপতিত্ব করেন আব্দুর রহমান চিশতী।
উক্ত মিছিলটি নেতৃত্ব দেন সৈয়দ মানিক শাহ চিশতীর নাতি ও সৈয়দ মামুন শাহ চিশতীর একমাত্র ছেলে সৈয়দ সামি শাহ্ চিশতী,খাদেম মোকামে পাঞ্জাতন মুড়ারবন্দ। উক্ত তাজিয়া মিছিলটি পরিচালনা করেন জুনেল আহমেদ চিশতী ও নোবেল আহমেদ চিশতী।
এতে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ আলম চিশতী, সৈয়দ ইউনুস শাহ চিশতী, সৈয়দ আলমগীর হোসেন, সৈয়দ সাহিদ আহমেদ, সৈয়দ মঈনুদ্দিন অলি, সৈয়দ মহিউদ্দিন জহির, আফরাজ, রাহিম, শুক্কুরআলী, ইমরান,আরিফ, মনির।