মোযযাম্মিল হকঃ
বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার এর অনুশাসন: ৫০ লক্ষ বৃক্ষরোপণ এর অংশ হিসেবে এবং “গাছ লাগাই যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ তাদের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর আয়োজন করে।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত জগদীশপুর ইউনিয়ন এর বিভিন্ন রাস্তার পাশে প্রায় পাঁচশতাধিক বৃক্ষ রোপণ করে স্কাউট গ্রুপ এর সদস্যরা।
২৭ জুলাই ২০২৩ বেলা ১১টায় বাংলাদেশ স্কাউট, মাধবপুর উপজেলার কমিশনার মো. সোলেমান মিয়া এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জগদীশপুর-চারাভাঙ্গা-সন্তোষপুর সম্মিলিত কবরস্থানের রাস্তার পশ্চিম দিক থেকে রেললাইন পর্যন্ত ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
উপস্থিত ছিলেন জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সম্মানিত অভিভাবক সদস্য সৈয়দ শামসুল আরেফিন রাজিব, সিনিয়র শিক্ষক ও ইউনিট লিডার গৌরী রাণী বনিক, সিনিয়র শিক্ষক একেএম কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. আবিদ মিয়া, সিনিয়র শিক্ষক জনাব অঞ্জলি পাল, সহকারী শিক্ষক শরীফ উদ্দিন মাসুম, ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো.মনির হোসেন , কবরস্থান কমিটির অন্যতম সদস্য ও দলিল লিখক শামসুল আলম প্রমূখ।
স্কাউট গ্রুপ এর গ্রুপস্কাউট লিডার ও সম্পাদক এবং উপজেলা স্কাউট লিডার মোস্তাক আহাম্মদ বলেন, তিনি ও তাঁর স্কাউট গ্রুপ আগামী দুই বছর চারাগাছগুলোর পরিচর্যা করবেন।
অভিভাবক সদস্য সৈয়দ শামসুল আরেফিন রাজিব তাদের কাজের ভুয়সী প্রশংসা করে বলেন যে, পরবর্তীতে তিনি এধরণের কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি স্কাউট সদস্য এবং উপস্থিত অতিথিদের আপ্যায়ন এর ব্যবস্থাও করেন।