স্টাফ রিপোর্টার :
মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে চুনারুঘাটের দেউন্দি চা বাগান মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রগতি সংসদ,হবিগঞ্জের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ।
প্রগতি সংসদের দপ্তর সম্পাদক আব্দুর রহিমের পরিচানায় সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নজরুল ইসলাম ।
উদ্বোধনী খেলায় বদর গাজী ক্রিকেট একাদশ বনাম হবিগঞ্জ সদর রবি একাদশ অংশ নেয়। প্রত্যেক টিমে ১১ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ১৪ ওভার করে। খেলায় মোট ২৪টি দল অংশ নিবে।